সাজ্জাদ সভাপতি , আবছার সাধারণ সম্পাদক , জুঁইদন্ডী ইউনিয়ন স্টুডেন্টস ফোরাম’র দ্বি-বার্ষিক কাউন্সিল-১৮

নিজস্ব প্রতিনিধি ।। গতকাল শনিবার চট্টগ্রাম মুরাদপুরস্থ জামান হোটেলে জুঁইদন্ডী ইউনিয়ন স্টুডেন্টস ফোরামের দ্বি -বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

ঐক্য,ভ্রাতৃত্ব ও ভালবাসার লক্ষ্যে প্রতিষ্ঠিত জুঁইদন্ডী ইউনিয়ন স্টুডেন্টস ফোরামের দ্বি -বার্ষিক কাউন্সিলে সভাপতি মো:সাজ্জাদ হোসেন,সাধারন সম্পাদক নুরুল আবছার,সাংগঠনিক সম্পাদক রায়হান মোস্তাফা রুবেল অর্থ সম্পাদক ইমাম শরিফ ইমন সহ ১২০ জন বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

মো: কফিলউদ্দিন’র সঞ্চালনায় মো:শাহজাহান’র সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম’র উপদেষ্টা মো: নূরুন্নবী এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক এবং চ্যানেল আই’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান জনাব.চৌধুরী ফরিদ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন,জনাব.নাসির উদ্দিন,
আলী নূর জেমস সদস্য সচিব আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম ,মো:জমির উদ্দিন সিনিয়র অফিসার স্যোসাল ইসলামী ব্যাংক, জনাব মো: আশরাফ সত্বাধিকারী,সিটিজি ফ্যশন, নওশাদ আলী, ফোরকান উদ্দিন ফরহাদ, আব্দুর রহিম সি:সদস্য আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম।

প্রধান অতিথি বলেন, এই ফোরামের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে সম্পূর্ণ অরাজনৈতিক ছাত্রকল্যাণ মূলক সংগঠন এই কাউন্সিলের মধ্যদিয়ে যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন,তাদের মধ্যে অবশ্যই প্রতিজ্ঞা থাকতে হবে ইহা আমাদের অহংকার তথা গর্ববোধের বিষয় নয় পক্ষান্তরে ইহা ছাত্রজনতার প্রতি প্রতিশ্রুতি দেওয়ার বিষয়।

ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মো:আব্দুল্লাহ আল নোমান,মো: আরমান,শহিদুল ইসলাম,নজরুল ইসলাম, মহিউদ্দিন সগির,এনামুল করিম,আব্দুল হালিম,রেজাউল করিম রিয়াজ,নবাব,জালাল,মোজাম্মেল হোসেন।

পরিশেষে মো:আখতারুজ্জামান’র দোআ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Related posts

Leave a Comment